April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 11th, 2021, 6:56 pm

সিয়ামকে দেখে ভক্তের অবাক কান্ড

অনলাইন ডেস্ক :

একটু পর পরই কানে আসেছ চিৎকার, সিয়াম ভাই। কেউ আবার জানতে চাইছেন পূজা চেরির কথা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরের দেখা গেলো এমন দৃশ্য। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিয়ামকে চোখের দেখা দেখার জন্য ভিড় করেছিলেন শত শত মানুষ। মুহূর্তের মধ্যে সিয়ামকে ঘিরে ধরে উৎসুক জনতা। অনেকেই সাথে ছবি তোলার জন্য অনুনয় বিনয় করতে থাকে। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘শান’। যে ছবিতে সিয়ামকে অ্যাকশন ভূমিকায় দেখা যাবে। ছবিটির প্রচারণা উপলক্ষে আগেই সিনেমা সংশ্লিষ্টরা বলেছিলেন ছবিটির ট্রেলার প্রকাশে নতুন এক মাধ্যম অবলম্বন করবেন। সেই কথা অনুযায়ী টিএসএসসির ডাস চত্বরের উন্মুক্ত মঞ্চে প্রকাশ করা হলো ট্রেলার। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ব্যানার টানিয়ে, পর্দা এনে সিনেমার ট্রেলার দেখানো হলো টিএসসিতে। ট্রেলার প্রকাশের আগে ও পরে ছবিটির নায়ককে নিয়ে বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ট্রেলার রিলিজ করার পূর্ব মুহূর্তে এক ভক্ত মঞ্চে উঠে আসেন। মঞ্চে উঠেই সিয়ামের পায়ে পড়ে যান তিনি। কিন্তু তাদের জন্যই তো আজকের সিয়াম। সিয়াম তাকে তুলে বুকে টেনে নেন। নিজ হাতে তুলেন সেলফি। এ ঘটনার পর থেকেই শুরু হয় বিপত্তি। একে একে অনেকেই উঠে যান মঞ্চে, সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকের আবদারও পূরণ করেন সিয়াম। একপর্যায়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়লে সিয়াম ও উপস্থাপিকা শান্তা জাহান সবাইকে ট্রেলার উপভোগ করার অনুরোধ জানান। ট্রেলার শুরুর পূর্বে সিয়াম ‘শান’ সিনেমা নিয়ে কথা বলেন পাশাপাশি সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান। সিয়াম বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। এখানেই আমাদের সিনেমার ট্রেলারের মুক্তি দিতে পারছি, যা আমার জন্য অনেক আনন্দের। এবারই প্রথম অ্যাকশন চরিত্রে দেখা যাবে আমাকে। সিনেমা দেখে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। মুক্তির পর সিনেমাটি দেখবেন আশা করছি।’ ট্রেলার দেখার সময় সবাই শান্ত হলেও ট্রেলার শেষেও দেখা গেল একই চিত্র। প্রায় ১০-১৫ মিনিট চেষ্টার পর পুলিশ পরিস্থিতি কিছুটা সামাল দিতে একপর্যায়ে সিয়ামকে মঞ্চ থেকে নেমে যান এবং ভক্তদের হাত থেকে বাঁচতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পেছনে পরমাণু গবেষণা কেন্দ্রে আশ্রয় নেন। ডাস চত্বর থেকে পরমাণু গবেষণা কেন্দ্রের যাওয়ার রাস্তাটা সে সময় পুরো ব্লক হয়ে পড়ে। সিয়ামকে ঘিরে মিছিল করতে থাকেন একদল তরুণ। মিছিলের সবার উদ্দেশ্য সিয়ামের সঙ্গে একটা সেলফি তোলা। কিন্তু নিরাপত্তার স্বার্থে প্রশাসন সিয়ামকে পরমাণু গবেষণা কেন্দ্রের বাইরে বের হতে নিষেধ করে। অ্যাকশন থ্রিলারধর্মী ‘শান’ সিনেমায় সিয়াম ও পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। একিট সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। সিনেমাটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।