November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 30th, 2021, 1:16 pm

সি‌লে‌টে ভূ‌মিকম্প: হেলে পড়েছে দুটি ৬ তলা ভবন

নিজস্ব প্রতিনিধি:

সিলেটে আবারও মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। রোববার (৩০ মে) রাত ৪. ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কতমাত্রা ছিলো এখনো জানা যায়নি।

সি‌লেটে দফায় দফায় ভূমিকম্পে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন হেলে পড়েছে। প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়েছে, নগরীর পাঠানটুলা এলাকার দর্জিপাড়ার পল্লবী ব্লক-সি-১৬ এবং একই এলাকার মোহনা ব্লক-বি-০৩ ভবন দুটি এক‌টি অপ‌র‌টির দি‌কে প্রায় ২ ফুট পরিমাণে হেলে পড়েছে।

সিলেট মহানগর পু‌লি‌শের মুখপাত্র অতিরিক্ত উপ-ক‌মিশনার বিএম আশরাফ উল্লাহ তা‌হের বিষয়টি নিশ্চিত করে জানান, শ‌নিবার রাতে ভবন দু‌টি হে‌লে প‌ড়ে। ভবনগু‌লোর বা‌সিন্দা‌দের দ্রুত অন্যত্র স‌রে যাওয়ার পরামর্শ দেয়া হ‌য়ে‌ছে।

খবর পে‌য়ে মেয়র আরিফুল হক চৌধুরীসহ মহানগর পু‌লিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সি‌লেট সি‌টি কর্পো‌রেশ‌নের সং‌শ্লিষ্ট কর্মকর্তারা বাসা দু‌টি প‌রিদর্শন ক‌রেছেন।

এর আগে, গতকাল শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস বলছে, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, সিলেটে ৩ বার ভূমিকম্প হয়েছে। অনেকেই চারবার দাবি করলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তিনবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।