চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৭ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (১৯ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সলিমপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি চলায় বাহিনীটি। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ক্রিস্টাল মেথসহ দুইজনকে আটক করা হয়।
মঙ্গবার (২০ জুন) দুপুরে র্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মাদক কারবারিরা হলেন- সন্দ্বীপের কুচিয়ামোড়া এলাকার নুরুল আলম ভূঁইয়ার ছেলে মো. আইয়ুব খান ভূঁইয়া (৫৮), এবং নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে বদিউল আলম (৫৫)।
অভিযানের বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মহাসড়কে চেকপোষ্টে একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করে।
এ সময় তাদের ব্যাগে থাকা একটি প্যাকেট থেকে মোট ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রিস্টাল মেথ সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম