April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 14th, 2022, 7:47 pm

সুইজারল্যান্ডে বোরকা পরলেই লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক :

বোরকা কিংবা মুখ ঢাকা পোশাক পরে প্রকাশ্যে এবং জনসম্মুখে যাওয়ার ওপর গত বছর নিষেধাজ্ঞা দিয়েছিল সুইজারল্যান্ড। নিষেধাজ্ঞা অমান্য করলেই গুণতে হবে জরিমানা, নতুন করে এমন সিদ্ধান্তের খসড়া পার্লামেন্টে পাঠিয়েছে সুইস সরকার। খবর আল জাজিরার। গত বুধবার পার্লামেন্টে এই আইনের খসড়া জমা দেওয়া হয়েছে। আইন প্রস্তাবে বলা হয়েছে, যদি কেউ মুখ ঢাকা আইন ‘বোরকা নিষিদ্ধ’ ভঙ্গ করে তাহলে তাকে ১ হাজার ডলার জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকার সমপরিমাণ। এর আগে, গত বছর জননিরাপত্তা নিশ্চিতে প্রকাশ্যে এবং জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করেছিল সুইস সরকার। সেই নিষেধাজ্ঞাকে আরও পোক্ত করতেই এবার নতুন আইনে জরিমানার বিধান প্রস্তাব করা হচ্ছে। এক বিবৃতিতে জানানো হয়, জননিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুখ ঢাকার বিষয়টি নিষিদ্ধ করা হচ্ছে। শাস্তি দেওয়ার বিষয়টি মুখ্য হয়। স্বাস্থ্যগত বা প্রাকৃতিক কারণে মুখ ঢাকার সুযোগ রাখা হয়েছে। যেমন করোনার কারণে মুখ ঢাকা যাবে। অর্থাৎ, বাড়ির বাইরে সড়কে বের হওয়া, কর্মক্ষেত্র, হোটেল-রেস্টুরেন্ট, সুপারমার্কেট কিংবা যে কোনো জনসমাগমপূর্ণ স্থানে অবশ্যই মুখ ঢাকা বোরকা পরা থেকে নিজেকে বিরত রাখতে হবে সুইজারল্যান্ডে বসবাসকারী লোকজনকে। নতুন আইনের খসড়ায় বোরকা পরার ব্যাপারে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় স্থানে, বিমানে বোরকা পরা যাবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত আইনটি সাধারণভাবে ‘বোরকা ব্যান’ বলে পরিচিত হলেও এতে বোরকা বা নিকাবের কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, মুখ ঢাকে এমন পোশাকের কথা। এদিকে, আইনটি পার্লামেন্টের অধিকাংশ আইনপ্রণেতা সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মুসলিম সংগঠন ‘দ্য ফেডারেশন অব ইসলামিক অর্গানাইজেশন ইন সুইজারল্যান্ড’ প্রস্তাবিত এই আইনের নিন্দা জানিয়েছে। সংগঠনটির নেতারা বলেছেন, ‘সাংবিধানিকভাবে নারীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দেয়া নারী স্বাধীনতার পরিপন্থি একটি পদক্ষেপ।’ ইউরোপের দেশগুলোতে বোরকা বা হিজাব বিতর্ক নতুন নয়। উপমহাদেশজুড়ে ক্রমবর্ধমান ইসলামফোবিয়া ও মুসলিম বিদ্বেষের মধ্যে একটার পর একটা দেশে বোরকা ও হিজাব নিষিদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সুইজারল্যান্ডে এসব আইন করা হচ্ছে।