November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 19th, 2024, 9:10 pm

সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে নেই রোনালদো

অনলাইন ডেস্ক :

বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। কিন্তু সেই ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই দলটিকে খেলতে হচ্ছে। শুরুতে গত সপ্তাহে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল আল নাসর অধিনায়কের। সেটা ২৪ জনে নামিয়ে আনলে সেখানে রোনালদোকে বাদ দিয়েই দল চূড়ান্ত করা হয়েছে। বাদ পড়া আটজনের মধ্যে পর্তুগিজ প্রাণভোমরা অন্যতম।

আরও যারা বাদ পড়েছেন তারা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স। একটি ম্যাচের জন্য তারা বাদ পড়লেও পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সৌদি প্রো লিগে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন। শুক্রবার লিগে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও স্কোর করেছেন তিনি। যতটুকু জানা গেছে, বর্তমানে সৌদি আরবেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ৩৯ বছর বয়সী।