April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 28th, 2023, 7:40 pm

সুখবর পেলেন আদর-বুবলী

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় দফায় জুটি বেঁধে দর্শকের সামনে এলেন চিত্রনায়ক আদর আজাদ ও নায়িকা শবনম বুবলী। ‘লোকাল’ ছবিটি গত (২২ এপ্রিল) ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। এরপর থেকেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় সপ্তাহ না ঘুরতেই সুখবর এলো আদর-বুবলী ডেরায়। জানা গেলো, শুক্রবার তাদের ছবিটির হলসংখ্যা বাড়ছে।

ছবিটির নির্মাতা সাইফ চন্দন নিশ্চিত করলেন, নতুন দুটি হল যুক্ত হয়েছে তাদের তালিকায়। এগুলো হলো খুলনার সংগীতা ও যশোরের তুলি। সাইফ চন্দন বললেন, “ঈদ সপ্তাহ (৪ মে পর্যন্ত) শেষ না হতেই নতুন দুটি প্রেক্ষাগৃহে যোগ করলো ‘লোকাল’। এটা সত্যিই দারুণ ব্যাপার। দর্শকের অসাধারণ সাড়ায় এটা সম্ভব হয়েছে। আমাদের প্রত্যাশা এভাবে ছবিটি আরও বড় পরিসরে ছড়িয়ে যাবে।” ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে দর্শকের আশানুরূপ সাড়া পাচ্ছে সিনেমাটি।

একাধিক হাউজফুল শো’র খবরও শোনা গেছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে ‘লোকাল’র যাত্রা জমজমাট বলে জানা গেছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্তারাও উচ্ছ্বাস জানিয়েছেন। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর আজাদ ও বুবলীর সঙ্গে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

প্রযোজনায় ক্লিওপেট্রা ফিল্মস। প্রসঙ্গত, আদর-বুবলী প্রথমবার জুটি বেঁধেছিলেন ‘তালাশ’ সিনেমায়। ২০২২ সালের জুনে মুক্তি পায় এটি। উল্লেখ্য, এবারের ঈদে মোট আটটি ছবি মুক্তি পেয়েছে। এরমধ্যে সর্বাধিক ১০০ হলে চলছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। অন্য ছবিগুলো হলো ‘শত্রু’, ‘জ¦ীন’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘আদম’। এগুলোর হল বাড়ার কোনো খবর পাওয়া যায়নি।