April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 29th, 2021, 8:14 pm

সুদানে পরিত্যক্ত স্বর্ণ খনিতে ধস, নিহত অন্তত ৩৮

অনলাইন ডেস্ক :

সুদানের কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিম কোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত স্বর্ণ খনি ধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার খনিটি ধসে পড়ে।সুদানে রাষ্ট্রীয় খনি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ধসে পড়া অকার্যকর খনিটি রাজধানী খার্তুম থেকে প্রায় সাতশ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে অবস্থিত। কোম্পানিটি জানিয়েছে, এই ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া খনির বেশ কয়েকটি অংশ ধসে পড়েছে। আর মৃত্যুর পাশাপাশি অন্তত আট আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। খনি কোম্পানিটি সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি পোস্ট করেছে তাতে ঘটনাস্থলে মানুষের সমাগম এবং অন্তত দুইটি ড্রেজারকে সম্ভাব্য বেঁচে যাওয়াদের এবং মরদেহ খুঁজতে দেখা গেছে। অন্য ছবিতে মৃতদের কবর প্রস্তুত করতে দেখা গেছে। কোম্পানিটি জানিয়েছে, খনিটি অকার্যকর। এটি ঘিরে রাখা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকা ছেড়ে গেছে স্থানীয় অনুসন্ধানকারীরা খনিতে ঢুকে পড়ে। ঘটনার পর সেখানে আবারও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সুদানের মিনারেল রিসোর্সেস লিমিটেড কোম্পানি। ফের খনি কার্যক্রম শুরু করতে স্থানীয় মানুষের সহযোগিতা চেয়েছে তারা। বিশ্বের অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশ সুদান। দেশটিতে ছড়িয়ে রয়েছে বিভিন্ন খনি। ২০২০ সালে পূর্ব আফ্রিকার দেশটি ৩৬.৬ টন স্বর্ণ উৎপাদন করে।