November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 16th, 2022, 7:33 pm

সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আধা ঘণ্টাব্যাপী এই ঝড় বয়ে যায়।

তাৎক্ষণিকভাবে জেলার তাহিরপুর উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল ও পুরানঘাটসহ কয়েকটি গ্রামের প্রায় একশ’ ঘরবাড়ি, গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়াও উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া ও দীঘিরপাড়সহ উপজেলার তাহিরপুর সদরসহ বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুক মিয়া জানান, তার ইউনিয়নে প্রায় ৮০-৯০টি ঘরবাড়ি ঝড়ে ভেঙে গেছে ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকার মানুষজন কষ্টের মধ্যে পড়েছে। তবে মানুষ আহত হওয়ার খবর পাইনি রাত সাড়ে ১১টা পর্যন্ত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তাহিরপুর উপজেলা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ জানান, উপজেলায় কালবৈশাখী ঝড়ে অনেক বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দিনে মেরামত করতে হবে।

—ইউএনবি