November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 14th, 2024, 7:29 pm

সুনামগঞ্জে বন্যার পানি কমলেও দুর্ভোগ বাড়ছে হাওরপাড়ের বাসিন্দাদের

দেশের উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও ভোগান্তি বেড়েছে হাওরপাড়ের বাসিন্দাদের। নদীর পানি ধীরে কমায় ভোগান্তি দীর্ঘ হচ্ছে তাদের।

সরজমিনে দেখা যায়, সুনামগঞ্জের উঁচু এলাকায় পানি অনেকটাই কমেছে, তবে নিচু এলাকায় পানি এখনো স্থির হয়ে রয়েছে। অসংখ্য বাড়িঘরে এখনও পানি রয়েছে। জনবসতি ও সড়কে হাঁটু পানি। এছাড়া ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, ছাতক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দারা।

সদর উপজেলার খাইমতর গ্রামের জহুর উদ্দিন বলেন, ‘বাড়ি থেকে কোথাও বের হওয়া যাচ্ছে না। সকালে কলেজে গেছিলাম পানিতে ভিজে। রাস্তাঘাট ভাঙা, কাদা মাটি ভরা। গাড়ি চলে না। অনেক জায়গা হেঁটে হেঁটে যাওয়া লাগছে।’

সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার মামুন আলী বলেন, ‘বন্যার পানি কমায় আমরা খুব অসুবিধায় আছি। ঘরের ভেতর থাকার মতো আর অবস্থা নেই। ঘরে এখনও হাটু পানি, হাওরের ঢেউয়ে ঘরের টিন সব ভেঙে ফেলছে। খাবার দাবারও ঘরে নেই।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের তথ্য মতে, রবিবার (১৪ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় (১৩ জুলাই থেকে ১৪ জুলাই সকাল ৯টা পর্যন্ত) সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি কমেছে ১৭ সেন্টিমিটার। এই ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করেছে। দেশের উজানে বৃষ্টি কম হচ্ছে। যার কারণে পাহাড়ি ঢলের তোড় কমে আসছে। সুনামগঞ্জেও বৃষ্টির পরিমাণ কমেছে। এখন বন্যা পরিস্থিত উন্নতির দিকে।’

—–ইউএনবি