April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 30th, 2021, 6:29 pm

সুনামির মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক :

করোনার ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট সুনামির মতো ছড়িয়ে পড়েছে জানিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তবে তিনি আশাবাদী যে বিশ্ব ২০২২ সালে মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদানে যে লক্ষ্য নিয়েছিল বিশ্বের ১৯৪টি সদস্য দেশের মধ্যে ৯২টি দেশই তা পূরণে সক্ষম হয়নি।

আগামী জুলাইয়ের মধ্যে দেশের জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ডব্লিউএইচও এর পরিসংখ্যান অনুসারে, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ১১ শতাংশ বেড়েছে।

টেড্রস বলেন, আমি অত্যন্ত উদ্বিগ্ন যে ওমিক্রন ডেল্টার মতো একই সময়ে আরও বেশি সংক্রমণযোগ্য ও সঞ্চালিত হওয়ার কারণে বিষয়টি সুনামির দিকে নিয়ে যাচ্ছে।

এটি ক্লান্ত স্বাস্থ্য কর্মীদের এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচুর চাপ সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।

ডব্লিউএইচও এর সাপ্তাহিক মহামারি সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন সম্পর্কিত ‘সামগ্রিক ঝুঁকি’ ‘খুব বেশি’। এটি সামঞ্জস্যপূর্ণ প্রমাণ উদ্ধৃত করে জানিয়েছে যে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় এটির সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।