অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা রোমানা খান। ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘১ টাকার বউ’সহ ২৬টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গণ থেকে বিদায় নেন এই নায়িকা। তাকে আবারও পর্দায় ফিরিয়ে আনছেন চিত্রনায়ক জায়েদ খান। এফ আই মানিক পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর জায়েদ খানের বিপরীতে এই নায়িকাকে আবারও দেখা যাবে। আগামী ৫ নভেম্বর সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা। সিনেমাটি সম্প্রতি আনকাট ছাড়পত্র পায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরী দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি মেসেজ দিতে। সেন্সরবোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এতে আমাদের চেষ্টার বিষয়টি সফল হয়েছে। আশা করি, দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’ তিনি আরো বলেন, ‘আমি বরাবরই দর্শকের মনের মতো করে সিনেমা নির্মাণ করতে চেয়েছি। সিনেমায় ভালো গল্প তুলে ধরতে চেষ্টা করেছি। ‘এ দেশ তোমার আমার’ একটি ভিন্ন ধারার সিনেমা। গল্পটির শক্ত ভিত্তি রয়েছে।’ ডিপজল প্রযোজিত এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করেছেন। রোমানা এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ