April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 20th, 2022, 7:34 pm

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা: মেম্বার প্রার্থী গ্রেপ্তার

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গাইবান্ধায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং ইউপি নির্বাচনে একজন মেম্বার প্রার্থী।

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক নিজে ক্যাপ্টেন পরিচয়ে সাগর চৌধুরী নামে ফেসবুক আইডি খোলেন। এই সুত্রে তার সঙ্গে জর্ডান প্রবাসী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মোছা.উম্মে কুলছুম জাহানের সঙ্গে পরিচয় হয়।

এক পর্যায়ে ওই মহিলার ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে তিন লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি চাকরির ভুয়া নিয়োগপত্র ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেয়। পরে তিনি বুঝতে পারেন যে ক্যাপ্টেন সাগর চৌধুরী নিজের পরিচয় গোপন করে প্রতারণা করে আসছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হলে গাইবান্ধা ডিবি পুলিশ প্রতারক ও ভুয়া ক্যাপ্টেন আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

—ইউএনবি