November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 7:27 pm

সেন্সর ছাড়পত্র পেল পরী-রাজের ‘গুণিন’

অনলাইন ডেস্ক :

গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ছবি ‘গুণিন’ নির্মিত হয়েছিল ওটিটি প্লাটফর্ম চরকির জন্য। সেই ছবি সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য পরিচালক জমা দিয়েছিলেন সেন্সরবোর্ডে। ২০ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। ‘গুণিন’ করতে গিয়েই তাঁরা একে অপরের কাছাকাছি এসেছেন। প্রথমবারের মতো পরীমনি ও শরিফুল রাজকে জুটি করে নির্মিত চলচ্চিত্রটি খুব দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। এই ছবি করতে গিয়েই রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পরিমনি। পরবর্তীতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সংসার পেতেছেন। অপেক্ষায় আছেন অনাগত সন্তানের। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত হলেও ‘গুণিন’ আগে মুক্তি পাবে সিনেমা হলে। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে, এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন ছবিটি তাদের খুবই ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি সিনেমা হলে মুক্তি দেব। হলে চলার পর চরকির দর্শকরাও ছবিটি দেখতে পারবেন। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফর্মেন্স দেখিয়েছেন। ’ ছবিটির গল্প সম্পর্কে বলতে গিয়ে সেলিম আরও বলেন, ‘হাসান আজিজুল হক স্যারের একই নামের ছোটগল্প থেকে এই ছবির গল্প নেয়া হয়েছে। আমার শিক্ষাজীবনেরও গুরু ছিলেন হাসান আজিজুল হক। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিকি। এই কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’ গুণিন সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরো আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেককেই।