অনলাইন ডেস্ক :
মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা প্রথম চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। এই ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। ভারতের হায়দার খান পরিচালিত ছবিটির কাজ বেশ আগে শেষ হলেও সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য এতদিন আটকে ছিল মুক্তি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৩ আগস্ট সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। জানা গেছে, ওটিটি মাধ্যমে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। ছবিটিতে রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এতে আরাকান ও হিন্দি ভাষায় কথা বলতে দেখা যাবে মিথিলাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় তা কাজে দিয়েছে। মিথিলা বলেন, ‘এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই ওটিটি প্লাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। ছবিটিতে অভিনয় করতে গিয়ে অনেককিছু শিখেছি। কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। এই ছবিটি করার পরই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।’ ছবিটিতে নিজের অভিনয় নিয়ে মিথিলা আরো বলেন, ‘মডেলিং থেকে সিনেমায় নাম লিখিয়েছি। এজন্য অনেক পারফেক্ট হবে এটা আশা করছি না। তবে এটা আমার প্রথম চলচ্চিত্র হলেও সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’ উল্লেখ্য, মিথিলাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ