April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 2:01 pm

সেপ্টেম্বরে করোনা সংক্রান্ত অধিকাংশ বিধিনিষেধ তুলে নিবে নরওয়ে

করোনা সংক্রান্ত বিধিনিষেধের পূর্বে নরওয়ে টুরিষ্টষ্পট। -ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

নরওয়ে তাদের দেশের অবশিষ্ট করোনা সংক্রান্ত বিধিনিষেধের অধিকাংশ আরেকবার তুলে নেয়ার পরিকল্পনা গ্রহণ করায় প্রাপ্ত বয়স্ক সকলকে টিকা নেয়ার নেয়ার কথা বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী ৬ সেপ্টেম্বর নাগাদ বিধিনিষেধ তুলে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সরকার এ কথা জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী ১৮ বছর বয়সের সকল নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের তিন সপ্তাহ পর দেশের অভ্যন্তরীণ বিধিনিষেধ তুলে নেয়ার চূড়ান্ত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
তবে নরওয়ের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের পদক্ষেপ বলবৎ থাকবে।
এ পর্যন্ত নরওয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮৭.২ শতাংশ করোনাভাইরাসের কমপক্ষে প্রথম ডোজ গ্রহণ করেছে।
এদিকে নরওয়েতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সরকার শিক্ষার্থীদের দূর-শিক্ষার প্রয়োজনীয়তা শুক্রবার সমাপ্তি ঘোষণা করেছে।
উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী হেনরিক অসিম এক বিবৃতিতে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে চূড়ান্তভাবে তাদের শ্রেণী কক্ষে ফিরে যেতে পারে সে জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।