November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:16 pm

সেমিফাইনালে আবাহনী

অনলাইন ডেস্ক :

দুই দলই আক্রমণ করে গোলের সুযোগ খুঁজছিল। কিন্তু ম্যাচের বড় অংশ জুড়ে হতাশার চিত্র। কোনো দলই প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করতে পারছিল না। তবে শেষ দিকে ভাগ্য খুলে যায় আবাহনী লিমিটেডের। শেষ হাসি হেসেছে মারিও লেমসের শিষ্যরাই। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোর লক্ষ্যভেদে আবাহনী ১-০ গোলে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে ফেডারেশন কাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। দুই দলই সুযোগ পেয়ে গোল করতে পারেনি। শুরুর দিকে শেখ জামালের রায়হানের লম্বা থ্রো-ইন থেকে দুবার আবাহনীর রক্ষণে ভয় ধরিয়েছিল শেখ জামাল। কিন্তু গোলকিপারের পরীক্ষা নিতে পারেনি। আবাহনীও কম যায়নি। কলিনদ্রেস বাঁ দিক থেকে ক্রস ভাসিয়েছিলেন, কিন্তু গোল আসেনি। ২৫ মিনিটে তারই নিচু ক্রসে পিটার নোরাহ পা ছোঁয়াতে পারেননি। কয়েক মিনিট পর শেখ জামালের ওতাবেকের শট গোলকিপার শহিদুল আলম সোহেল ফিস্ট করে দলকে রক্ষা করেন। বিরতির পর একই গতিতে খেলা চলতে থাকে। শুরুর দিকে রাফায়েল অগাস্তোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৩ মিনিটে শেখ জামাল ভালো সুযোগ নষ্ট করে। ওতাবেকের ডান প্রান্তের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নদিরবেগ জোরালো শট নিলেও তা গোলকিপারের তালুতে জমা পড়ে। ৬৯ মিনিটে পিটার নোরাহর শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ঠিক পরের মুহূর্তে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮১ মিনিটে আবাহনীর ভাগ্য খুলে যায়। কলিনদ্রেসের কর্নারে রাফায়েল অগাস্তো লাফিয়ে উঠে জোরালো হেডে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে। ডিফেন্ডার আবু সাইদ সঙ্গে থেকেও পারেননি অগাস্তোকে আটকাতে। ইনজুরি সময়ে শেখ জামাল চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে জীবন-হৃদয়রা।