অনলাইন ডেস্ক :
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়ের মূল কারিগর ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ডাবল সেঞ্চুরিতে ব্যাটিং বীরত্বের অনন্য নজির গড়ার পর থেকে অবশ্য বিশ্রামেই ছিলেন তিনি। ওই ম্যাচে শরীরে পেশীর টানসহ অসহ্য যন্ত্রণা সহ্য করে খেলে গেছেন। যার প্রভাব ছিল ম্যাচের পর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের আগে তাকে নিয়ে সুখবর দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শরীরে ব্যথা থাকায় বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন ম্যাক্সওয়েল। সেই সমস্যা গত মঙ্গলবারেও ছিল। কিন্তু স্ক্যান করে আসার পর তাকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন কামিন্স। তার ফেরায় উজ্জীবিত পুরো অজি টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক বলেছ্নে, ‘গ্লেন ম্যাক্সওয়েলের কোনো সমস্যা নেই। সে পুরোপুরি সুস্থ। গত মঙ্গলবারেও শরীরে ব্যথা ছিল। সেজন্য অনেকবার স্ক্যান করেছি শুধু এটা নিশ্চিত করার জন্য কোনো সমস্যা আছে কিনা। সৌভাগ্যক্রমে সব কিছু স্বাভাবিক এসেছে। সে সম্পূর্ণ ঠিক আছে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ নিয়েও প্রশ্ন উঠে সংবাদ সম্মেলনে। একাদশে বাড়তি ব্যাটার হিসেবে মার্নাস লাবুশেন নাকি অলরাউন্ডার হিসেবে মার্কাস স্টয়নিকে স্থান দেওয়া হবে- এমন প্রশ্নে কামিন্স রহস্য রেখে দিয়েছেন। শুধু বলেছেন, ‘টসের সময়ই আমরা একাদশ ঘোষণা করবো।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা