November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:06 pm

সেরাদের তালিকায় শচীনকে টপকে গেলেন বাবর

অনলাইন ডেস্ক :

দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে তার ব্যাট হেসেছে। সেইসঙ্গে তিনি ওয়ানডে ক্রিকেটে সর্বর সেরাদের তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন। এই পথ পরিক্রমায় তিনি টপকে গেছেন ভারতের ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারকে। বাবরের পয়েন্ট এখন ৮৯১, যেখানে শচীনের নামের পাশে ৮৮৭ পয়েন্ট। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচের মধ্যে দুটিতে সেঞ্চুরি করেছেন আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এক নম্বর ব্যাটার বাবর। সেই সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তিনটি ইনিংসে বাবরের সংগ্রহ ২৭৬ রান। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজে তার সংগ্রহ ছিল ৩৯০ রান। সর্বকালের সেরার এই তালিকায় ৯৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার স্যার ভিভ রিচার্ডস। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের জাহির আব্বাস, তিনে গ্রেগ চ্যাপেল, চারে ডেভিড গাওয়ার, পাঁচে আছেন ডিন জোন্স। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আছেন ৬ নম্বরে। তার সংগ্রহ ৯১১ পয়েন্ট। ৭ নম্বরে আছেন জাভেদ মিঁয়াদাদ।