March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:43 pm

সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পন্থ

অনলাইন ডেস্ক :

টেস্ট ক্রিকেটেও যে রানের বন্যা বইয়ে দেওয়া যায়, সেটা দেখিয়েছে ইংল্যান্ড। যার নেপথ্যে ছিলেন জনি বেয়ারস্টো। ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে জোড়া সেঞ্চুরি করে র‌্যাংকিংয়ে এক লাফে সেরা দশে এসেছেন তিনি। আর দল হারলেও ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে ভারতের উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রান করেন বেয়ারস্টো। পরের ইনিংসে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে এখন ঠিক ১০ নম্বরে আছেন তিনি। দল হেরেছে, তবে ব্যাট হাতে আগ্রাসী ছিলেন ঋষভ পন্থ। এই টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রান করেন। পরে দ্বিতীয় ইনিংসে করেন ৫৭। র‌্যাংকিংয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার ওপরে এখন তিনি। ৬ ধাপ এগিয়ে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন পঞ্চম স্থানে। তার আগের সেরা ছিল সপ্তম। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ ব্যাটার জো রুট, তাঁর রেটিং পয়েন্ট ৯২৩। দ্বিতীয় স্থানে ৮৭৯ পয়েন্ট নিয়ে আছেন মার্নাস ল্যাবুশেন। ৮২৬ রেটিং নিয়ে তিন আরেক অজি ব্যাটার স্টিভ স্মিথ। চার নম্বরে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রায় ছয় বছর পর সেরা দশের বাইরে চলে গেছেন ভিরাট কোহলি। তিন ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমে গেছেন। এক ধাপ পিছিয়ে ১৪তম স্থানে বাংলাদেশের লিটন দাস।