April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 26th, 2021, 7:34 pm

সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম লিটন: বোলিং কোচ

অনলাইন ডেস্ক :

লিটন দাস খারাপ খেললেও তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। বরং এই দুঃসময়ে ওপেনার ব্যাটারের পাশেই থাকছে তারা। এমনটাই জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ওটিস গিবসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে দু’টি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন লিটন দাস। পরাজয়ের পেছনে যেটিকে টার্নিং পয়েন্ট বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ওপেনারের সমালোচনায় মেতে ওঠেছেন নেটিজেনরা। সবার প্রশ্ন, কেন বাংলাদেশ দলে লিটন? মঙ্গলবার সাংবাদিকদের ওটিস গিবসন বলেন, ‘দল লিটনের পাশে আছে। পাশাপাশি সবসময়ই তার গুরুত্ব তুলে ধরছে। সে দীর্ঘদিন ধরেই আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের সেরা ফিল্ডারদের মধ্যেও অন্যতম। তাই দুটি ক্যাচ মিস হওয়ায় দলে তার অবদান খর্ব হচ্ছে না।’ লিটনের মতো এমন ভুল যে কেউই করতে পারেন মন্তব্য করে তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে দলের চিন্তা নেই। অবশ্য ক্যাচ দু’টো ধরতে পারলে ম্যাচের ফলাফল বদলে যেতে পারতো। এ কারণেই লিটনকে নিয়ে এত সমালোচনা হচ্ছে। তবে তার প্রতি আমাদের সমর্থন আছে। লিটনের মান সম্পর্কে মনে করিয়ে দিচ্ছি এবং গুরুত্ব ও ভূমিকা বোঝাচ্ছি। তার জায়গায় অন্য খেলোয়াড় হলেও একই ঘটনা ঘটতো।’ গিবসনের দাবি, ‘লিটন ফিল্ডিংয়ে আবারও দারুণ পারফর্ম করলে সমালোচনা বন্ধ হয়ে যাবে। দলের বাইরে কী হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কী বলছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তবে দলের ভেতরটা নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের আরও চারটি ম্যাচ বাকি। কাল একটি ভালো ক্যাচ ধরলেই লিটনকে নিয়ে সবার ভাবনা বদলে যাবে।’