November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 14th, 2021, 12:54 am

সেরে ওঠার পরও করোনার যেসব উপসর্গ অবহেলা নয়

লাইফ ডেক্স :

মহামারি করোনার ভয়াবহতায় স্তব্ধ পুরো বিশ্ববাসী। করোনায় প্রতিদিনের মৃত্যু আর আক্রান্তের সংখ্যাই বাড়িয়ে দিচ্ছে শঙ্কা।
তবে আশার কথা হচ্ছে, করোনা থেকে সেরে উঠছেন অনেকেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে সেরে ওঠার পরও বিভিন্ন উপসর্গ বেশ কিছু দিন শরীরে থাকে। যেগুলো অবহেলা করলে দেখা দিতে পারে আরও অনেক শারীরিক-মানসিক জটিলতা।

দেখা যাচ্ছে করোনা হলে ২সপ্তাহ সময় লাগছে নেগেটিভ হতে। থাকতে পারে যেসব উপসর্গ-
• কোভিডে আক্রান্ত হলে শ্বাসকষ্ট একটি কমন উপসর্গ। সেরে যাওয়ার পরেও অনেকের শ্বাস কষ্টের মতো উপসর্গ দেখা যায়
• করোনার অন্যতম উপসর্গ স্বাদ ও গন্ধ না পাওয়া। দেখা যাচ্ছে করোনা মুক্ত হওয়ার পরেও এই উপসর্গ থাকতে পারে
• করোনায় সুস্থ হয়ে ওঠার পরেও থেকে যাচ্ছে ক্লান্তি ও দুর্বলতা
• মস্তিষ্কের ওপরেও প্রভাব ফেলছে করোনা। কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে।

এসব উপসর্গ থাকলে অবহেলা না করে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।