অনলাইন ডেস্ক :
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশকে প্রথমবার সোনার পদক এনে দিয়েছেন ইমরানুর রহমান। দেশের জন্য অনন্য কীর্তি গড়ে বিমানবন্দরে পেয়েছেন উষ্ণ সংবর্ধনা। এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ইমরানুরকে বড় সম্মান দিতে চাইছে। তাকে দিয়ে যুব গেমসের মশাল জ¦ালানোর কথা ভাবছে বিওএ। গত জানুয়ারিতে শুরু হয়েছে জাতীয় যুব গেমসে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা পর্যায়ের প্রাথমিক পর্বের খেলা। এখন ২৬ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত পর্ব শুরু হবে। যেটি মাঠে গড়াবে বনানীর আর্মি স্টেডিয়ামে। আসরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে। সেখানেই ইমরান মশাল জ¦ালাবেন বলেজানিয়েছেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘ওর তো (ইমরান) ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল এর মধ্যে। সে যদি ২৬ তারিখ পর্যন্ত ঢাকায় থাকে, তাহলে সে যুব গেমসের মশাল জ¦ালাবে। আমরা তাকে বিষয়টি জানিয়েছি।’ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জেতা ইমরানের জন্ম, বেড়ে ওঠা, প্রশিক্ষণ সবই ইংল্যান্ডে। অ্যাথলেটিকসের পাশাপাশি সংসার চালানোর জন্য দুটি চাকরিও করেন। তবে আরও ভালো ফল করতে হলে তাকে পুরোপুরি অ্যাথলেটিকসে মনোযোগ দিতে হবে। শাহেদ রেজা বলেছেন, ‘এ ব্যাপারে আমরা তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফেডারেশন বা অন্য কোনো স্পন্সর জোগাড় করে হোক, আমরা তার এই চাহিদাটা পূরণ করার চেষ্টা করবো।’ ইমরানুর অবশ্য বলেছেন, ‘আমি অফিসিয়ালি এখনও প্রস্তাব (মশাল প্রজ¦লন)পাইনি। পেলে তখন বলতে পারবো।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা