অনলাইন ডেস্ক:
ক্যাম্প ন্যুতে লিওনেল মেসিকে আর বার্সেলোনার জার্সিতে দেখা যাবে না। দীর্ঘ ১৭ বছরপর আর্জেন্টাইন এই তারকাকে ছাড়াই লা লিগা অভিযান শুরু করেছে রোনাল্ড কোম্যানের দল। রোববার রাতে শুরুটা হয়েছে তাদের আশা জাগানিয়া। রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে কাতালানরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা একচেটিয়া খেলেছে। বল দখলের পাশাপাশি আক্রমণে ছিল আধিপত্য। শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে গ্রিজমান-মেমফিসরা। চারটি নয়, গোল আরও বেশি হতে পারতো। ডেনিশ তারকা ব্রেথওয়েট দুর্দান্ত খেলেছেন। দুটি গোল ছাড়াও অন্য একটিতে করেছেন এসিস্ট। বিপরীতে পুরো ম্যাচে শেষের দিকে দুটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সোসিয়েদাদ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচ শুরুর ১ মিনিটে ব্রেথওয়েটের শট সরাসরি গোলকিপার রিমিরো প্রতিহত করেন। ১০ মিনিটে গ্রিজমানের ভলি পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর কর্নার থেকে গ্রিজমানের হেড ক্রস বারে লেগে প্রতিহত হলে হতাশ হতে হয় সমর্থকদের। কিন্তু ১৯ মিনিটে সমর্থকদের মুখে চওড়া হাসি। মেমফিস ডিপাইয়ের ফ্রি-কিক থেকে জেরার্ড পিকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন। ৩০ মিনিটে মেমফিস ডিপাইয়ের প্লেসিং শট গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্সেলোনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ডি ইয়ংয়ের ক্রসে ব্রেথওয়েট ফাঁকায় থেকে হেডে দলকে এগিয়ে নেন। ৫০ মিনিটে জর্ডি আলবা গোলকিপারকে একা পেয়ে পোস্টের বাইরে বল মেরে সুযোগ নষ্ট করেন। ৫৯ মিনিটে ব্রেথওয়েটের আবারও গোল। জর্ডি আলবার শট গোলকিপার ফিরিয়ে দেন, ফিরতি বলে এই ডেনিশ ফরোয়ার্ড অনায়াসে পা চালিয়ে দেন। এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। শেষের দিকে রিয়াল সোসিয়েদাদ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল শোধ দিয়েছে। ৮২ মিনিটে সতীর্থের পাসে হুলেন লবেতে প্লেসিং শটে ব্যবধান কমিয়ে আনেন। তিন মিনিট পর ফ্রি-কিক থেকে মাইকেল ওয়ারজাবাল লক্ষ্যভেদ করে ব্যবধান আরও কমিয়ে আনেন। যোগ করা সময়ে বার্সেলোনা চতুর্থ গোলটি করে। ব্রেথওয়েটের ক্রসে বদলি খেলোয়াড় সার্জিও রবার্তো ফাঁকায় প্লেসিং করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। শেষ পরযন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে বার্সেলোনা। অন্য দিকে ট্রফি ধরে রাখার অভিযানে জয় দিয়ে শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ। দিনের প্রথম ম্যাচে তারা আনহেল কোররেয়ার জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে হারায় সেল্তা ভিগোকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা