November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 7:57 pm

সোহানের নজরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

অনলাইন ডেস্ক :

হতাশার এক বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ দল। এই বিশ্বকাপে দলে ছিলেন না উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এখনো ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। তবে এই উইকেটরক্ষক ব্যাটারের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে প্রপার ব্যাটার হিসেবে খেলা। সোহান গণমাধ্যমকে বলেন, ‘সবচেয়ে বড় কথা আমি স্লগার হতে চাই না। আমি প্রপার ব্যাটার হতে চাই। প্রপার ব্যাটারদের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে)।

দলের প্রয়োজনে আসলে আমি যে কোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি বা তিনটি খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মেইটেইন করা দরকার আমি সেই প্রক্রিয়াটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।’