অনলাইন ডেস্ক :
সৌদি আরবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার) ঈদুল আযহা উদযাপিত হবে। এদিকে শুক্রবার সন্ধ্যায় জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা যায়নি। সৌদি সুপ্রিম কোর্ট একথা জনায়। খবর এএফপি’র।
সৌদি রয়্যাল কোর্ট জানায়, ‘জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করা যায়নি। অত:পর আরবি মাসের হিসাব অনুযায়ী শনিবার জ্বিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে রোববার হচ্ছে জিলহজ্ব মাসের প্রথম দিন।’
হিসাব অনুযায়ী, ২০২১ সালের ২০ জুলাই মঙ্গলবার ঈদুল আযহা পালিত হবে। এদিকে জিলহজ্ব মাসের ৮ তারিখে (১৮ জুলাই) হজ শুরু হবে। এ সময় হজযাত্রীরা মিনায় যাবেন এবং ১২ জিলহজ্ব (২২ জুলাই) তা শেষ হবে। উম্মি আরাফা (আরাফার ময়দানে অবস্থান) হবে ২০২১ সালের ১৯ জুলাই।
এ বারের হজের জন্য চাওয়া প্রয়োজনীয় বিভিন্ন শর্ত পূরণ করে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে সৌদি আরব ৬০ হাজার যোগ্য প্রার্থী পাওয়ায় দেশটি অনলাইনে হজের নিবন্ধন বন্ধ ঘোষণা করেছে। গত ১৩ জুন তারা এ নিবন্ধনের কাজ শুরু করেছিল।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২