November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 12th, 2024, 8:55 pm

সৌম্যর কাছ থেকে শান্ত যা চান

অনলাইন ডেস্ক :

ঘরোয়া ক্রিকেটে সৌম্য সরকারের তেমন কোনও পারফরম্যান্স ছিল না। তার পরেও সীমিত ওভারের ক্রিকেটে তাকে পুনরায় বেছে নেন নির্বাচকরা। সৌম্যকে কেনও দলে আনা হয়েছে তার সন্তোষজনক কোনও উত্তরও ছিল না। তবু তিনি দলে আসেন, মাঝে মধ্যে দারুণ সব ইনিংস খেলে ভক্তদের চমকেও দেন। কিন্তু এই পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকে না। বেশিরভাগ সময়ই তার ব্যাট থাকে ঘুমন্ত! এই সৌম্যর কাছেই লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে শতভাগ চান অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে বিশ্বকাপে না থাকলেও সৌম্য কিউইদের বিপক্ষে সিরিজে ছিলেন। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৬৯ রানের অবিশ্বাস্য একটি ইনিংস। ওই ইনিংসের পর আবার রান খরা তার ব্যাটে। বিপিএলে রান পাননি, পাননি লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তবে ওয়ানডে সিরিজে তার কাছ থেকে শতভাগ পাওয়ার আশা রাখছেন অধিনায়ক শান্ত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু মিলিয়ে ওর (সৌম্য) কাছ থেকে শতভাগ পেতে চাই।’ সৌম্যর সামর্থ্য নিয়ে কোনও প্রশ্ন ছিল না কখনও। সামর্থ্যের জায়গা থেকেই নিজেকে বারবার প্রমাণ করে গেছেন।

তবে হোঁচট খাওয়া সৌম্য উঠে দাঁড়াতে ব্যর্থও হচ্ছেন বার বার। মাঝে মাঝে আলোর ঝলকানি দেখালেও সেটিও ক্ষণস্থায়ী। ফরচুন বরিশালের হয়ে একই দলে সৌম্য সরকার ও মুশফিকুর রহিম খেলেছিলেন। বিপিএলের সময় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আক্ষেপ করেই বাঁহাতি এই ব্যাটারকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয় সৌম্য যে ধরনের খেলোয়াড়, তার ক্ষমতা কতটুকু, এটা সে নিজে কতটুকু জানে আমার কাছেও মাঝেমধ্যে দ্বিধা হয়। সে যদি নিজেকে ওরকম ভাবে তাহলে এর চেয়ে ভালো কিছু দিতে পারবে।’

ধারাবাহিক ভাবে রান করতে মুখিয়ে আছেন সৌম্য নিজেও। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কঠিন পরিশ্রম করছেন তিনি। আগের দিন নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। মঙ্গলবার (১২ মার্চ) ম্যাচের আগের দিন সবাই নির্ভার থাকলেও সৌম্য ব্যাটিং-বোলিং দুটোই করেছেন। সৌম্যর চেষ্টার কথা সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন শান্ত, ‘সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে। গত সিরিজের কথা যদি চিন্তা করা যায়, ওরকম কন্ডিশনে ওরকম একটা ইনিংস খেলা অবশ্যই আমাদের দলের জন্য অনেক বড় ব্যাপার।’