অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এমন প্রস্তুতিতে লিওনেল স্ক্যালোনির নির্ভারই থাকার কথা! অথচ প্রথম ম্যাচের মাত্র ৭ দিন আগে আর্জেন্টাই কোচ বলছেন, পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ স্কোয়াডে! প্রীতি ম্যাচ জয়ের পর স্ক্যালোনির বক্তব্য ছিল এমনই। অবশ্য এমন ভাবনার কারণও আছে। স্কোয়াডের সবাইকে পুরোপুরি ফিট পাচ্ছেন না। আবু ধাবির ম্যাচটা ম্যাচ মিস করেছেন ডিফেন্ডার রোমেরো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ ও পাউলো দিবালা। তাই স্ক্যালোনি বলতে বাধ্য হয়েছেন, ‘আমাদের কিছু সমস্যা রয়েছে। বিশ্বকাপের কিছুদিন বাকি থাকায় স্কোয়াড নিয়ে ভাবতে হবে। আমরা পরিবর্তন আনতে পারি। আবার নাও পারি। এটা একটা সম্ভাবনা।’ তবে কাউকে বাদ দেবেন, এমনটাও নিশ্চিত করে বলেননি তিনি, ‘আমি বলতে চাচ্ছি না কাউকে বাদ দেবো। কয়েকজন আছেন, যারা পুরোপুরি ভালো অবস্থায় নেই। তাদের এই ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তারা খেলার মতো ফিট অবস্থায় নেই এবং ঝুঁকিতে আছেন।’ ঝুঁকি আছে বলেই সতর্ক থাকতে চান স্ক্যালোনি, ‘আমাদের সতর্ক থাকতে হবে এইজন্য যে তাদের বাদ দেওয়ার পেছনে একটা কারণ ছিল।’ ফিফার নিয়ম বলছে, বিশ্বকাপ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে কোনো প্লেয়ার ইনজুরিতে থাকলে তাকে পরিবর্তন করা যাবে। আগামী ২২ নভেম্বর গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব। তার পর মুখোমুখি হবে মেক্সিকো ও পোল্যান্ডের।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা