April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 7:07 pm

স্টার সিনেপ্লেক্সের ১৭ বছর পূর্তিতে ঢাকায় ‘জেমস বন্ড’

অনলাইন ডেস্ক :

১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে থাকছে স্টার সিনেপ্লেক্স মিরপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘জেমস বন্ড’ সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমার প্রিমিয়ার শো। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারে দুটি শাখা রয়েছে। সম্প্রতি মিরপুরে চালু হয়েছে চতুর্থ শাখা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। বগুড়ার সাতমাথা মোড়ে পুলিশ প্লাজায় নির্মাণ হতে যাচ্ছে নতুন শাখা। আগামীতে ঢাকার উত্তরাসহ ধারাবাহিকভাবে দেশব্যাপী অনেক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। সিনেমা প্রযোজনায়ও নাম লিখিয়েছে প্রতিষ্ঠানটি। স্টার সিনেপেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। ১৭ বছর পূর্তিতে দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বুধবার (৬ অক্টোবর) এ পর্যায়ে এসে পৌঁছেছে দর্শকের ভালোবাসায়। দর্শকই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। পথচলার শুরু থেকে দর্শকের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি আমরা। দিনে দিনে এর পরিধি আরও বাড়বে। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে ভালো ভালো ছবি নির্মাণ হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সব সময় হলে ভিড় লেগে থাকুক।’