March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 11th, 2021, 8:10 pm

স্টেডিয়ামের গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ব্রাজিলের প্রেসিডেন্টকে

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই আবোল তাবোল বকে আসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। এই ভাইরাসকে তিনি গুরুত্বই দিতে চাননি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা নিয়ে উপহাসের পাশাপাশি নানারকম ভুয়া তথ্যও তিনি ছড়িয়েছিলেন। একপর্যায়ে করোনায় আক্রান্ত হলেও পরে সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি তিনি করোনা টিকা নিয়েছেন বলে দাবি করলেও কোনো প্রমাণ না থাকায় তাকে একটি ফুটবল ম্যাচ দেখতে দেওয়া হয়নি! স্টেডিয়ামের গেট থেকি ফিরিয়ে দেওয়া হয়েছে। গত বছরের মার্চ থেকে ব্রাজিলের স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশ বন্ধ হয়ে গিয়েছিল। করোনা নিয়ন্ত্রণে আসায় সপ্তাহখানেক ধরে ব্রাজিলের কিছু স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে দর্শক প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। রোববার ব্রাজিলিয়ান লিগে কিংবদন্তি পেলে কিংবা এ যুগের তারকা নেইমারের ক্লাব সান্তোসের মাঠে খেলতে এসেছিল গ্রেমিও। এ ম্যাচ দিয়েই করোনাকালে প্রথমবার দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মাঠে ঢুকতে হলে করোনা টিকা গ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক। প্রেসিডেন্ট বলসোনারোও গ্যালারিতে বসে সেই ম্যাচটি দেখার উদ্দেশ্যে স্টেডিয়ামে যান। কিন্তু তার কাছে করোনা টিকা গ্রহণের কোনো প্রমাণপত্র ছিল না। যে কারণে তাকে স্টেডিয়ামে ঢুকতেই দেওয়া হয়নি! এরপর অবশ্য করোনা টিকা নিয়েছেন বলে দাবি করেছেন বলসোনারো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি শুধু সান্তোসের একটা ম্যাচই দেখতে চেয়েছি, সে জন্য বলা হলো আমাকে টিকা নিতে হবে। কেন? যারা টিকা নিয়েছেন, তাদের চেয়েও আমার শরীরে অ্যান্টিবডি বেশি আছে!’