November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 22nd, 2022, 7:36 pm

স্ট্যাটাস প্রসঙ্গে যা বললেন সালওয়া

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া বুধবার সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই পোস্টটি মুছে ফেলেন সালওয়া। পরে জানান ব্যক্তিগত সম্পর্কের মনোমালিন্য থেকে হাসিবকে নিয়ে ওই স্ট্যাটাস দিয়েছিলেন, পরে উপলব্ধি করতে পেরে মুছে ফেলেন পোস্ট। সালওয়া বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘হ্যাঁ, গত রাতে আমি একজন সাবেক সংসদ সদস্যের ছেলেকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। পরে সেটি মুছে ফেলেছি। কারণ তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। দুই দিন ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমি রেগে গিয়ে স্ট্যাটাস দিই। পরে বুঝতে পারি ওটা আমার ভুল হয়েছে। এরপর আমি মুছে দিই। ’সালওয়া বলেন, ‘আমার যে ভুল হয়েছে, সেটা পরে স্ট্যাটাস দিয়ে জানিয়েছি। কিন্তু এর আগে রাগের মাথায় যা যা বলেছিলাম সেসব গণমাধ্যমে খবর হয়ে গেছে। এ কারণে এখন আমার অনুতাপ লাগছে। আসলে সম্পর্কের মাঝে রাগারাগি করে অনেকেই অনেক কথা বলে। তাই বলে সত্যি সত্যি কেউ আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এটা সঠিক নয়। ’ফেসবুকে ক্ষমা চেয়ে সালওয়া লিখেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির যেকোনো চাকচিক্য থেকে আমার কাছে পারিবারিক বন্ধন ও মূল্যবোধের মর্যাদা অনেক বেশি একজন সিলেটি রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে। সিলেট বিভাগের কুলাউড়া উপজেলার (জুড়ী-কমলগঞ্জ একাংশ) জনগণের ভোটে সর্বাধিকবার নির্বাচিত এমপি নবাব আলী আব্বাস খান আমাকে তার নিজ কন্যার মতো স্নেহ করেন। যার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দুর্নীতির তকমা নেই। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। ’সালওয়া ওই পোস্টে বলেন, ‘তার পুত্র নবাব আলী হাসিব খানের সঙ্গে তৃতীয় ব্যক্তির ইন্ধনে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। আমাদের পরিবার চায়নি পবিত্র হজ পালনের পর আমি পুনরায় চলচ্চিত্রে কাজ করি। এ থেকে আমাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে সব কিছুর পরে আমার একান্ত উপলব্ধি আমাদের জীবনে সব কিছুর ঊর্ধ্বে পারিবারিক বন্ধন ও ভালোবাসা। ক্ষণস্থায়ী কোনো কিছুর জন্য নিজের পারিবারিক শান্তি বিনষ্ট করার কোনো মানে হয় না। ’ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর মুস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ছবিটির প্রযোজক মৌসুমী মিথিলা। এর মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। কিন্তু মুক্তি পায়নি। সালওয়ার চুক্তিবদ্ধ হওয়া দ্বিতীয় ছবি সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’। সরকারি অনুদান পাওয়া ছবিটির সহপ্রযোজকও প্রয়াত অভিনেত্রী-পরিচালক। এটিও মুক্তির অপেক্ষায়। সালওয়ার তৃতীয় ছবি ‘বীরত্ব’। নিশাত নাওয়ার সালওয়ার অভিষেক হলো তৃতীয় সিনেমা দিয়ে। গত শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে ‘বীরত্ব’।