অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ বাছাই পর্বের স্থগিত ম্যাচটি না খেলতে ফিফার কাছে আপিল করেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ফিফার রায়, খেলতেই হবে ম্যাচটি। এরইমধ্যে বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্থগিত করল অস্ট্রেলিয়ায় ১১ জুন হতে যাওয়া আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি। সিবিএফের সমন্বয়ক জুনিনহো পাওলিস্তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাচটি আগামীতে হবে কি না, সেই নিশ্চয়তাও দিতে পারেননি জুনিনহো। ১ জুন ইতালি আর ৬ জুন ইসরায়েলের বিপক্ষে খেলার পর মেলবোর্নে যাওয়ার বিপক্ষে ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুসদের নিয়ে সেরা দলটাই দিয়েছেন তিতে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা