অনলাইন ডেস্ক :
মহামারি করোনার কবলে যখন আতঙ্কে পুরো বিশ্ব তখনই মুক্তি পায় ‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন কিস্তিটি। করোনা ভয়ে হলে গিয়ে সিনেমা দেখার সংশয় উড়িয়ে দিয়ে কোটি কোটি দর্শক ছবিটি দেখেছেন। এখনো বিশ্বের নানা দেশে এই সিনেমাটি নিয়ে উন্মাদনা চলছে। বক্স অফিসে আগের সব হিসেব নিকেশ তছনছ করে দিয়েছে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই বাজেট ছাড়িয়ে আয়ের রেকর্ড গড়েছে এ সিনেমা। গুগল তথ্য অনুযায়ী ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি ১.২০২ বিলিয়ন ডলার আয়ের রের্কড গড়েছে! বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০ হাজার ২৬৮ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৯০০ টাকা প্রায়। সিনেমটি মুক্তি পায় গেল বছরের ১৭ ডিসেম্বর। প্রথম দিন থেকেই বাজিমাত করতে থাকে এটি। বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতেও চোখে পড়ে দর্শকের উপচে পড়া ভিড়। আর এমন সাড়ায় এরইমধ্যে ২০২১ সালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার খেতাবও পেয়েছে ‘স্পাইডারম্যান’। শুধু তাই, সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথেও পা দিয়ে ফেলেছে সিনেমাটি। মহামারি করোনায় গত দুই বছর ধরে অনেকটাই থমকে গিয়েছিলো হলিউড ইন্ডাস্ট্রি। তাই এই সময়ের মধ্যে অন্য কোনো ছবিই বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেনি। সেদিক থেকে ‘স্পাইডারম্যান’ করোনাকালীন সবচেয়ে সফল সিনেমা। নতুন কিস্তিতে স্পাইডারম্যান হিসেবে পর্দা মাতিয়েছেন টম হল্যান্ড।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ