অনলাইন ডেস্ক :
মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শিরোপাধারী বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে প্রতিপক্ষ পেয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌবাহিনীকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গত সোমবার এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। কিংসের মতো আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রুপ পর্বের পথচলা বলতে গেলে মসৃণই। স্বাধীনতা কাপের তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডানের সঙ্গে ‘সি’ গ্রুপে আছে ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী। ‘বি’ গ্রুপে ২০২১ সালের চ্যাম্পিয়ন আবাহনীর তিন প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও বাংলাদেশ বিমানবাহিনী। কিংস, চট্টগ্রাম আবাহনীর ‘ডি’ গ্রুপ ছাড়া কেবল এই গ্রুপেই একাধিক চ্যাম্পিয়ন রয়েছে। শেখ রাসেল ঘরোয়া ট্রেবল জয়ের পথে ২০১৩ সালে স্বাধীনতা কাপ জিতেছিল।
‘এ’ গ্রুপের তিন দল বাংলাদেশ পুলিশ এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। এই গ্রুপের কোনো দলই স্বাধীনতা কাপে শিরোপা স্বাদ পায়নি। প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়েছিল অবশ্য আগেই। চার দলের মধ্যে বাছাইয়ের বৈতরণী পার হয়ে মূল পর্বে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী দল। ১৩ দল নিয়ে এবারের টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২৭ অক্টোবর থেকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা-এই চার ভেন্যুতে হবে খেলাগুলো। প্রতিযোগিতার গত ১২ আসরে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। তবে তিন শিরোপার সবশেষটি ‘সাদা-কালো’ জার্সিধারীরা জিতেছিল ২০১৪ সালে। ঐতিহ্যবাহী আবাহনী দুইবার (১৯৯০ ও ২০২১), বসুন্ধরা কিংস দুইবার (২০১৮ ও ২০২২) এই শিরোপার স্বাদ পেয়েছে। একবার করে এই ট্রফি জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ফরাশগঞ্জ এফসি, শেখ রাসেল ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা