November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 8:09 pm

স্বাধীনতা দিবসের আগে ইউক্রেইনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক :

স্বাধীনতা দিবসের আগে ইউক্রেইনে রাশিয়ার হামলার তীব্রতা বাড়তে পারে, কিইভের এমন আশঙ্কার মধ্যেই এসব হামলা চালানো হল। ইউক্রেইনের স্বাধীনতা দিবসের আগে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী একটি শহরে ও কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আগামীকাল বুধবার সোভিয়েত শাসন থেকে স্বাধীন হওয়ার ৩১ বছর পালন করতে যাচ্ছে ইউক্রেইন, একই দিন রাশিয়ার ইউক্রেইন আক্রমণের ছয় মাস পূর্ণ হবে; এ দুটি উপলক্ষ্যকে সামনে রেখে ইউক্রেইনে রাশিয়ার হামলার তীব্রতা বাড়তে পারে, কিইভের এমন আশঙ্কার মধ্যেই এসব হামলা চালানো হল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইন ও ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার নিকটবর্তী শহর নিকোপলে রোববার রাতে পাঁচটি ভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করা হয় বলে টেলিগ্রামে লিখেছেন আঞ্চলিক গভর্নর ভ্যালেনতিন রেজনিচেঙ্কো। তিনি জানান, ২৫টি কামানের গোলা শহরটিতে আঘাত হেনেছে, এতে একটি শিল্পকারখানা প্রাঙ্গণে আগুন ধরে যায় এবং শহরটির তিন হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাপোরিঝিয়া শহরের আশপাশে লড়াই তীব্রতর হওয়ায় এবং শনিবার ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী শহর ভজনেসেনস্কতে ক্ষেপণাস্ত্র হামলার পর যে কোনো সময় পারমাণবিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আরও বেড়েছে। রোববার এক ফোন কলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। রোববার রাতে ইউক্রেইনের ওদেসা অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ব বাজারে ইউক্রেইনের কৃষিপণ্য রপ্তানি ফের সচল করতে জাতিসংঘের মধ্যস্থতায় করা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওদেসা অঞ্চলের বন্দরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক প্রশাসনের একজন মুখপাত্র ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দেওয়া তথ্য উদ্ধৃত করে জানিয়েছেন, রাতে অঞ্চলটি লক্ষ্য করে কৃষ্ণসাগর থেকে পাঁচটি রুশ ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ইউক্রেইনের এয়ার ডিফেন্স এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করলেও অপর তিনটি কৃষিজাত লক্ষ্যস্থলগুলোতে আঘাত হেনেছে, তবে তাতে কেউ হতাহত হয়নি। তাদের ছোঁড়া ওই ক্ষেপণাস্ত্রগুলো একটি অস্ত্রগুদাম উড়িয়ে দিয়েছে বলে রাশিয়া দাবি করেছে। ওই অস্ত্রগুদামে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা এইচআইএমএআরএস রকেট রাখা ছিল বলে দাবি তাদের। আর কিইভ বলেছে, ওই তিনটি ক্ষেপণাস্ত্র একটি শস্যগুদামে আঘাত হেনেছে। এক দৈনিক ফেইসবুক আপডেটে ইউক্রেইনের জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দনবাস অঞ্চলে রাশিয়ার বেশ কয়েকটি হামলা প্রচেষ্টা রুখে দিয়েছে তারা। এই দনবাস অঞ্চলের বড় একটি অংশ রাশিয়া সমর্থিত ইউক্রেইনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। দক্ষিণে ইউক্রেইনের খেরসন ও মাইকোলাইভ অঞ্চলের সীমান্তের ব্লাহোদাতনে গ্রামে রাশিয়ার বাহিনীগুলো সফল একটি আক্রমণ চালিয়েছে বলে ওই ফেইসবুক আপডেটে বলা হয়েছে। আঞ্চলিক গভর্নর ভিতালি কি টেলিগ্রামে জানিয়েছেন, রোববার ভোররাতে বেশ কয়েকটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র মাইকোলাইভ শহরে আঘাত হেনেছে। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনীগুলো খেরসন অঞ্চলে যুদ্ধাবস্থানে থাকা দুটি এম৭৭৭ হাউইটজার কামান এবং জাপোরিঝিয়া অঞ্চলে একটি জ¦ালানি ডিপো ধ্বংস করে দিয়েছে।