November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 8:02 pm

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বিএনপিপন্থী চিকিৎসক-কর্মচারীদের বিক্ষোভ

ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী চিকিৎসক ও কর্মচারীরা।

কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালের অভ্যন্তরে উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ আগস্ট) সকালে শুরু হওয়া এই বিক্ষোভ চলাকালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একটি বড় দল বিভাগের প্রবেশপথ আটকে কর্মকর্তাদের তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দেয়।

আন্দোলনকারীরা মহাপরিচালক ড. মোহাম্মদ রবেদ আমিন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে।

হাসপাতালের সম্মেলন কক্ষের ভেতরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বর্তমান মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিক্ষোভের কারণে বিভাগের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

—–ইউএনবি