November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 22nd, 2023, 10:21 am

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার সকালে সার্কিট হাউজের মুন হলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের উপ-সচিব ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী’র সঞ্চালনায় নিরাপদ খাদ্য নিয়ে আলোকপাত করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শৌরভ রায়। সেমিনারে কৃষি, মৎস, পরিবেশ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কর্মকর্তা ও সাংবাদিকসহ ৫০ জন উপস্থিত ছিলেন।