April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 18th, 2021, 7:56 pm

স্মিথকে টপকালেন রুট, বাবর-রাহুলদের উন্নতি

অনলাই ডেস্ক :

আইসিসি আজ (১৮ আগস্ট) টেষ্ট র‍্যাংকিং সাপ্তাহিক হালনাগাদ করেছে। টেস্ট র‍্যাংকিংয়ের অবস্থানের পরিবর্তন হয়েছে ক্রিকেটারদের। উন্নতি হয়েছে জো রুট, বাবর আজম, লোকেশ রাহুল, জেইডেন সিলস, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ সিরাজদের। ইংলিশ ক্যাপ্টেন জো রুট লর্ডস টেস্টের ১ম ইনিংসে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্র‍্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে এসেছেন। শীর্ষে থাকা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে এখন তিনি। ভারতের বিপক্ষে সিরিজ ৫ নম্বরে থেকে শুরু করেছিলেন রুট। ১ম টেস্টের পর ভিরাট কোহলিকে টপকে গিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে আরও দুই ধাপ এগিয়েছেন, পেছনে ফেলেছেন মারনাস লাবুশেইন ও স্টিভ স্মিথকে। লর্ডস টেস্টে ম্যাচ সেরা হওয়া ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এগিয়েছেন র‍্যাংকিংয়ে। ২৯ বছর বয়সী রাহুল ১৯ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে। লর্ডস টেস্টে খেলা বোলাররাও উন্নতি করেছেন। ১ম ইনিংসে ৫ উইকেট নেওয়া জিমি অ্যান্ডারসন ১ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। ইংলিশ পেসার মার্ক উড ৩৭ ও ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ৩৮ নম্বরে আছেন। উড এগিয়েছেন ৫ ধাপ সিরাজ এগিয়েছেন ১৮ ধাপ। জ্যামাইকা টেস্টে ফিফটি করা পাকিস্তান অধিনায়ক বাবর আজম ২ ধাপ এগিয়ে আছেন ৮ নম্বরে। ৪ ধাপ করে এগিয়েছেন ফাহিম আশরাফ ও ফাওয়াদ আলম। দুজন আছেন যথাক্রমে ৪৮ ও ৫৫ নম্বরে। ১ উইকেটে জেতা ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন ব্ল্যাকউড ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। অলরাউন্ডার জেসন হোল্ডার ৫ ধাপ এগিয়ে আছেন ৪৩ নম্বরে। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করা ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৮ ধাপ এগিয়ে আছেন ৪৫ নম্বরে। বোলারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে জেসন হোল্ডারের, ঢুকেছেন সেরা ১০ এ। ২ ধাপ এগিয়ে ৯ নম্বরে আছেন তিনি। ফাস্ট বোলার জেইডেন সিলস ৩৯ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে উঠে এসেছেন। ২ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন কেমার রোচ। পাকিস্তানের বাহাতি ফাস বোলার শাহীন শাহ আফ্রিদি ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৭১ নম্বরে আছেন ফাহিম আশরাফ।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ ব্যাটসম্যান-
১. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৯০১
২. জো রুট (ইংল্যান্ড)- ৮৯৩
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৯১
৪. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৭৮
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭৭৬
৬. রোহিত শর্মা (ভারত)- ৭৭৩
৭. রিশাব পান্ট (ভারত)- ৭৩৬
৮. বাবর আজম (পাকিস্তান)- ৭২৫
৯. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭২৪
১০. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭১৭
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ বোলার-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৮
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৪৮
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮২৪
৪. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৮১৬
৫. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮১০
৬. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৮০০
৭. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৮
৮. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৭৬৪
৯. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৫৬
১০. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৫৪
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ৫ অলরাউন্ডার-
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪১৪
২. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৬২
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৫৯
৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৪৫
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৩৪