April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 8:27 pm

সড়ক দুর্ঘটনায় আহত কুমার বিশ্বজিতের ছেলে, তিনজনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

কানাডার টরোন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। আহত নিবিড় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি তিনিই চালাচ্ছিলেন বলে জানায় বিভিন্ন মাধ্যম। গত সোমবার কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় শহরের হাইওয়ে ফোর টু সেভেনে এ দুর্ঘটনা হয়। দ্রুত গতিতে আসা চার বাংলাদেশি শিক্ষার্থী বহনকারী গাড়িটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেলে তাতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তাদের সবার বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। এ ঘটনায় গুরুতর আহত নিবিড় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি তিনিই চালাচ্ছিলেন বলে জানায় বিভিন্ন মাধ্যম। টরেন্টোর পুলিশ জানিয়েছিল, দ্রতগতিতে চালানোর সময় সড়ক দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায়। টরেন্টো সান ও সিবিসি নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে এক নারীর বয়স ২০ বছর। অন্য দু’জন ২০ বছর ও ১৭ বছর বয়সী। গুরুতর আহত চালকের বয়স ছিল ২১ বছর। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অন্টারিও প্রদেশের পুলিশ (ওপিপি) জানিয়েছে, হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। অতিরিক্ত গতিতে চলছিল সেটি। একপর্যায়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটে। চালকের আসনে ছিলেন নিবিড় কুমার। নিহতদের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে টরোন্টো পুলিশ। এর আগে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কানাডার উইনপেগে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তিন বাংলাদেশি শিক্ষার্থী।