March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:35 pm

হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন গঙ্গাচড়ার ইউএনও

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদ উদ্দিন পিএএ হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। তিনি কর্মদিবসে অফিস কাজ শেষ করে রাতে এবং বন্ধের দিন সকাল-বিকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রকৃত হতদরিদ্রদের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দিচ্ছেন খাদ্য সহায়তা। খাদ্য সহায়তা পৌঁছে দিতে ইউএনও যখন যে এলাকায় যান, তখন ওই এলাকার সচেতন ব্যাক্তিবর্গ ইউএনওর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার মত মানবিক কাজে খুশি হয়ে প্রকৃত হতদরিদ্র চিনতে ইউএনওকে সহযোগিতা করছে। শুক্রবার সকাল ও বিকালে গঙ্গাচড়ার কুটিপাড়া, দেওয়ানিরটারী,শান্তিপাড়া, দোলাপাড়ায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন ইউএনও এরশাদ উদ্দিন পিএএ। এ সময় কুটিপাড়ায় সমাজ সেবক মমিনুল ইসলাম বাবু, দেওয়ানিরটারীতে শিক্ষক আব্দুল মালেক, শান্তিপাড়ায় শিক্ষক লিটন ও দোলাপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রকৃত হতদরিদ্র চিনতে ইউএনওকে সহযোগিতা করে। তারা জানান, ইউএনওর মহতি কাজের মাধ্যমে প্রকৃত হতদরিদ্ররা খাদ্য সহায়তা পাচ্ছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, দলীয় নেতৃবৃন্দ ও বিত্তশালীদের আহবান করেছেন। ইউএনওর এ মহতি উদ্যোগে প্রকৃত হতদরিদ্ররাই খাদ্য সহায়তা পাচ্ছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর এ আহবান সঠিকভাবে তিনি বাস্তবায়ন করছেন। ইউএনও এরশাদ উদ্দিন পিএএ জানান, কারো মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিলে অনেক সময় স্বজন প্রীতির কথা তাদের বিরুদ্ধে কেউ তুলে। তাই পাওয়ার যোগ্য সঠিক ব্যাক্তির হাতে খাদ্য সহায়তা পৌঁছে যায় সেজন্য আমার এ উদ্যোগ। ভাল কাজে ভাল মানুষের সহযোগিতা পাই।