September 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 26th, 2023, 8:10 pm

হতাশা প্রকাশ করলেন মুশফিকের আইনজীবী

অনলাইন ডেস্ক :

মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট নিয়ে বেশ জলঘোলা হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের সেই ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের খেলাযোগ পেজে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে মুশফিকের হাত দিয়ে বল ঠেকিয়ে আউট হওয়ার ঘটনায় ‘ফিক্সিং’ সন্দেহ প্রকাশ করা হয়। এ ঘটনায় একাত্তর টিভির নামে আইনি নোটিশ পাঠান মুশফিক। মুশফিকের বেঁধে দেয়া শর্ত মেনে ওই নোটিশের জবাব দিয়েছে একাত্তর টিভি। তাতে সন্তুষ্ট হয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।

আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানিয়েছেন মুশফিকের আইনজীবী ব্যরিস্টার শিহাবউদ্দিন খান। তবে সংবাদ সম্মেলনে এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন ব্যরিস্টার শিহাবউদ্দিন। বলা হয়, ‘মুশফিক যেহেতু বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা আশা করেছিলাম একটি ইতিবাচক পদক্ষেপের। যদিও এখনও পর্যন্ত সেটি আমরা দেখিনি।’ ‘এই ধরনের ক্ষেত্রে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে বিসিবি ভূমিকা রাখলে একদিকে যেমন সুবিচার নিশ্চিত হয়, অন্যদিকে ভবিষ্যতে এই ধরনের মিথ্যা, মানহানিকর সংবাদ প্রকাশের বিষয়ে সতর্কতা জারি হয়।’- আরো বলেছেন ব্যরিস্টার শিহাবউদ্দিন। একাত্তর টিভি ভুল শুধরে নিলেও মুশফিক আশা প্রকাশ করেছেন, আগামীতে একাত্তর টিভির খেলাযোগ এই মারাত্মক ভুল থেকে শিক্ষা নিয়ে এমন মনগড়া ও অসত্য কথা পরিবেশন করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে না।