May 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 6th, 2024, 8:29 pm

হরতালে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি।

এই কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে।

তবে পুলিশের দাবি, রবিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় শনিবার যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম রয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

সকাল থেকেই অল্প সংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে আঞ্চলিক যানবাহনই বেশি। তবে যাত্রীর অভাবে এসব যানবাহনগুলোকেও দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে জরুরি কাজ ছাড়া এদিন কাউকেই চলাচল করতে দেখা যায়নি। অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকিট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করতে দেখা গেছে।

জাহাঙ্গীর মিয়া নামে এক চাকরিজীবী জানান, অফিস বন্ধ থাকায় চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে বের হয়েছিলাম। এসে দেখি মহাসড়কে চট্টগ্রামের অধিকাংশ বাসই বন্ধ রয়েছে। কিছু দূরপাল্লার বাস দেখা গেলেও তা কুমিল্লা পর্যন্ত চলাচল করে।

রিয়াজুল হাসান নামে আরেক যাত্রী জানান, জরুরি কাজে ঢাকায় যাব তাই বের হয়েছিলাম। বাস পেলেও যাত্রী না থাকায় বাস এখনো ছাড়েনি। কখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারব তা জানি না।

মনির হোসেন নামে এক টিকিট বিক্রেতা জানান, শনিবার নির্বাচনের আগের দিন হওয়ায় যাত্রী কম রয়েছে। আবার শুক্রবার রাতে বিভিন্ন স্থানে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এইসব কারণে অধিকাংশ যানবাহনই চলাচল বন্ধ রয়েছে।

সাগর হোসেন নামে এক বাসচালক জানান, যাত্রী কম থাকলেও বাস নিয়ে বের হয়েছি। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যায় পড়তে না হলেও মনে এক ধরনের ভয় কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, শনিবার কী কারণে বাস চলাচল কম তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, রবিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় শনিবার যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি শনিবার অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম রয়েছে। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।

—-ইউএনবি