রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামরায় প্রাণ হারানো ২২ জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
শুক্রবার হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রাণ হারানো ব্যক্তিদের সম্মানে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে যোগ দেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘আমরা স্মরণ করছি অবন্তি কবীরকে যিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।আরও স্মরণ করছি তার সহপাঠী ফারাজ হোসেনকে যিনি নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তার বন্ধুদের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
দূতাবাস আরও জানায়, ‘আমরা আরও স্মরণ করছি বার্কলি’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তারিশি জৈনকে যিনি গ্রীষ্মকালীন শিক্ষানবিশির জন্য ফিরে এসেছিলেন।’
মার্কিন দূতাবাস জানায়, ‘আমরা নিহত দুই পুলিশ কর্মকর্তা এবং ২৫ জন আহত কর্মকর্তার সাহসিকতার কথাও স্মরণ করছি। এই গৌরবময় অনুষ্ঠানে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ‘প্রাণোৎসর্গকারী সকলেই শান্তিতে সমাহিত থাকুন।’
২০১৬ সালের ১৭ জুলাই হলি আর্টিজানে হামলায় ১৭ জন বিদেশি নাগরিক এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন।
হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী ইতালীয় দূতাবাসে স্মৃতিসৌধে, হামলার স্থানে এবং ঢাকার গুলশানে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
—ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র