April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:47 pm

হাইকমিশনে আটকে আছে মঈনের আইপিএলে যোগের ভিসা

অনলাইন ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। উদ্বোধনী দিনে আগামী ২৬ মার্চ মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তবে ভিসা জটিলতায় শুরু থেকে চেন্নাইয়ের হয়ে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর যোগ দেওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতীয় হাইকমিশনের গাফিলতির কারণে আইপিএলে যোগ দেওয়ার জন্য ইংলিশ অলরাউন্ডারের ভিসা আটকে আছে বলে জানান চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাজী কাশি বিশ্বনাথন। এক বিবৃতিতে বিশ্বনাথন শঙ্কা প্রকাশ করে বলেন, ‘মঈন আলী গত ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন। তারপর ২০ দিন পেরিয়ে গেছে। ও প্রায়ই ভারতে আসে, তা সত্ত্বেও ছাড়পত্র পাচ্ছে না।’ এরপর বিশ্বনাথন যথাসময়ে ইংলিশ অলরাউন্ডারকে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে যোগ করেন, ‘আমরা আশা করছি সে শিগগিরই দলে যোগ দেবে। মঈন কথা দিয়েছে ছাড়পত্র হাতে পেলেই পরের বিমানে ভারতে চলে আসবে। বিসিসিআইও এ বিষয়ে আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আশা করছি, সোমবারের মধ্যে ও ছাড়পত্র পেয়ে যাবে।’ এর আগে ৮ কোটি রুপি দিয়ে তার সঙ্গে আগেই চুক্তি করে রাখে চেন্নাই। যার কারণে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি লিগটির মেগা নিলামে উঠতে হয়নি মঈন আলীকে। এবারের আইপিএল শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, ফাইনাল হবে ২৯ মে। আইপিএলের চলতি আসরে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের সঙ্গী হিসেবে গ্রুপ ‘এ’-তে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে অংশ নেবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। এবারের আইপিএলের ম্যাচগুলো আয়োজন করা হবে মুম্বাইয়ের তিনটি মাঠে। তবে এর বাইরে কিছু খেলা হতে পারে মহারাষ্ট্রের শহর পুনেতে। এবারের আইপিএলের ৫৫টি ম্যাচ মুম্বাইয়ে এবং ১৫টি ম্যাচ আয়োজন করা হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এমসিএ স্টেডিয়াম)। মুম্বাইয়ের তিন স্টেডিয়াম হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ক্রিকবাজ বলছে, প্রত্যেক দল চারটি করে ম্যাচ পাবে ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ব্রাবোর্ন ও পুনের এমসিএ স্টেডিয়ামে হবে দলপ্রতি তিনটি করে ম্যাচ। এবারের আসর শুরুর পরদিন তথা ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে মুস্তাফিজুর রহমানের দিল্লি।