অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসবে মানুষের হুড়োহুড়িতে কমপক্ষে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হাউস্টনের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্যামুয়েল পেনা সংবাদ সম্মেলনে বলেন, র্যাপার ট্রাভিস স্কট গান পরিবেশন করলে একদল মানুষ শুক্রবার রাত ৯টার দিকে মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ অচেতন হয়ে নিচে পড়ে যায় এবং এতে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসব হলো দু’দিন ব্যাপী সংগীত অনুষ্ঠান যা হাউস্টনে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে অনেক মানুষ আহত হলে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।
পেনা বলেন, ১৭ জন মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১১ জন হৃদরোগে আক্রান্ত হন। এছাড়া অনেক মানুষকে এনআরজি পার্কের ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
প্রায় ৫০ হাজার মানুষ এ সংগীত উৎসবে অংশ নেয় বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস প্রধান বলেন, কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানতে পারেনি। একজন মেডিকেল পরীক্ষক বিষয়টি তদন্ত করবেন। শনিবার সকাল পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু