November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 17th, 2023, 8:20 pm

হাওয়াইয়ে দাবানলে প্রাণহানি বেড়ে ১০৬

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। রাজ্যটির গভর্নর জস গ্রিন সিএনএনকে জানিয়েছেন, আগুনে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় শনাক্তে সময় লাগবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমেই কেবল তাদের শনাক্ত করা সম্ভব বলেন তিনি। সিএনএন জানায়, প্রথম আগুনে মৃত ৫ জনকে সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের নাম প্রকাশ করা হয়। এ ছাড়া বাকিদের পরিবারকে জানানোর পরই তাদেরও নাম প্রকাশ করা হবে বলে জানান মাউই কাউন্টি কর্মকর্তা। হাওয়াইয়ের রিসর্ট শহর লাহাইনায় দাবানলের এক সপ্তাহ পরে মাউই দ্বীপে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ‘ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস’ আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের দেহের অবশিষ্টাংশ নিরীক্ষা করতে প্যাথলজিস্ট, টেকনিশিয়ান ও আইনি কর্মকর্তাদের একটি দলকে নিয়োগ করেছে।

এছাড়া এ সংস্থাটি আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে পরীক্ষার টেবিল, এক্স-রে ইউনিট এবং অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যে তারা ৪১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। কারণ, তাদের আত্মীয়রা এখন নিখোঁজ। ৮ আগস্ট ভয়াবহ আগুনে কয়েক ঘণ্টায় পুড়ে ছাই হয়ে গেছে মাউই দ্বীপের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। এরপর থেকে অনুসন্ধানে কাজ করছে উদ্ধারকারী দলের ১৮৫ জন সদস্য এবং ২০টি ক্যাডাভার কুকুর।