September 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 7:45 pm

‘হাওয়া’ প্রসঙ্গে যা বললেন ওমর সানী

অনলাইন ডেস্ক :

শুক্রবার (২৯ জুলাই) থেকে দেশের ২৪টি পেক্ষাগৃহে প্রদর্শিত হবে বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ্য করা গেছে। শুক্রবার এবং শনিবার সবগুলো শো-এর টিকিট অগ্রীম বিক্রি হয়ে গেছে বলেও গণমাধ্যম সূত্রে জানা গেছে। এই সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’ ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে ‘হাওয়া’ নিয়ে সিনেমাপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে। চলচ্চিত্রটি নিয়ে সিনেমা অঙ্গনের তারকারাও উচ্ছ্বসিত। সিনেমাসংশ্লিষ্ট অনেক তারকা ‘হাওয়া’র মুক্তি উপলক্ষে শুভ কামনা জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। তাদেরই একজন চিত্রনায়ক ওমর সানী। নব্বই দশকের সাড়া জাগানো এই নায়কের প্রত্যাশা, ‘হাওয়া’ ইতিহাস সৃষ্টি করবে। সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করে ওমর সানী ফেইসবুকে লিখেছেন: ‘কিছুদিন আগে মধুমিতা সিনেমা হলে ছবি দেখছিলাম; সাথে ছিলেন শ্রদ্ধেয় কাঞ্চন ভাই, অনন্ত জলিল, বর্ষা। একটা ছবির ট্রেলার দেখলাম; অদ্ভুত মেকিং, কালার, আর্টিস্ট পারফরম্যান্স; বিশেষ করে চঞ্চল।’ “হাওয়া’ শুক্রবার মুক্তি পাচ্ছে, একটা ইতিহাস হোক। আসল হচ্ছে গল্প এবং পরিচালক, তারপর শিল্পী। অপেক্ষায় থাকলাম ছবিটা দেখার জন্য।’ লিখেছেন এই চিত্রনায়ক। সাফল্য কামনা করে জানিয়েছেন অগ্রিম অভিনন্দন। নির্মাতা সূত্রে জানা গেছে স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’ চলবে প্রতিদিন ২৬টি শো। অন্যদিকে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র দৈনিক শো ৯টি। সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আটজন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে আবর্তিত হয়েছে।