September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 21st, 2023, 8:54 pm

হাঙরের সবচেয়ে বড় চালান ব্রাজিলে জব্দ

অনলাইন ডেস্ক :

প্রায় ২৯ টন অবৈধ হাঙরের পাখনা’র চালান জব্দের দাবি করেছে ব্রাজিল। এটিকে বিশ্বের সবচেয়ে বড় চালান বলছে দেশটির সরকার। যা এশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছিল। গত মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা ‘ইবামা’ ধারণা করছে, প্রায় ১০ হাজার নীল প্রজাতির হাঙর এবং শর্টফিন মাকো হাঙর শুধু পাখনা হারানোয় মারা গেছে। গত মাসে এই দুই প্রজাতিকে ব্রাজিলের বিপন্ন তালিকায় যুক্ত করে দেশটির সরকার। ইবামার পরিবেশ সুরক্ষা বিষয়ক পরিচালক জেইর স্মিট এক বিবৃতিতে দাবি করেছেন, ‘চালানটি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড়।’এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ব্রাজিলে হাঙর মাছ ধরা নিষিদ্ধ।

ব্রাজিলে বিপন্ন প্রজাতির প্রাণি ও উদ্ভিদ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান দেশটির প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার প্রশাসন। অবৈধভাবে হাঙর হত্যা, বন উজাড় করে পরিবেশে বিপর্যয়ের জন্য পূর্বসূরি জইর বলসোনারার সরকারকে দায়ী করা হচ্ছে। বিপুল পাখনা জব্দের ঘটনায় সান্তা ক্যাটারিনা রাজ্যের একটি রপ্তানিকার কোম্পানিকে দায়ী করেছে প্রশাসন। যদিও জড়িতদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।