November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 17th, 2022, 8:39 pm

হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা। শেন উইলিয়ামসের শতকে নির্ধারিত ৫০ ওভারে ২৯৬ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা ৮ বল হাতে রেখেই পায় ৫ উইকেটের জয়। এ জয়ে ঘরের মাঠে সিরিজে লিড নিলেন শানাকা-চান্ডিমালরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওপেনার কাইতানোকে নিয়ে ৮০ রানের দুর্দান্ত জুটি উপহার দেন চাকাবভা ৪২ রানে ফেরেন কাইতানো। ৭২ রানের ফিফটি করে সাজঘরে ফেরেন উইকেটকিপার চাকাবভা। ক্রিজে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক ক্রেইগ আরভাইন। ৯ রানে বিদায় নিলে ক্রিজে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দেন শন উইলিয়ামস। ৮৭ বলে শতক পূর্ণ করেন এ ব্যাটার। দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৯৬ রান। বল হাতে তিন উইকেট নেন চামিকা করুনারতেœ। দুটি করে উইকেট তুলে নেন নুয়ান প্রদিপ ও ভ্যানডারসে। একটি উইকেট পান কামিন্ডু মেন্ডিস। টার্গেটে নেমে দলকে দারুণ শুরু এনে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৫ রান করে ফেরেন এ ব্যাটার। পরে দিনেশ চান্দিমাল ৭৫ রানের ফিফটি করে দলকে ভিত এনে দেন। শেষে ৭১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরার আগে দলকে জয়ের দ্বারপ্রান্তে নেন আসালাঙ্কা। তাদের বিদায়ের পর শেষ কাজ সারেন অধিনায়ক দাসুন শানাকা ও করুনারতেœ। ৪৮ ওভার ৩ বলে টার্গেট টপকে যায় শ্রীলঙ্কা। এ জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১৮ জানুয়ারি।