April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 19th, 2022, 8:38 pm

হাতিয়ায় ট্রলারডুবিতে ২ জেলের মৃত্যু

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার দমারচর এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে ‘এম বি সিরাজ’ নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এসময় ট্রলারে থাকা অপর ১২ জেলেকে জীবিত উদ্ধার হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও দুই জেলে।

নিহত জেলেরা হলেন- জাহাজমারা ইউপির আমতলি গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন ও নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল।

নিখোঁজ জেলেরা হলেন- শরীফ ও বেলাল।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, ১৬ জন জেলে নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় ‘এম বি সিরাজ’- নামের একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশে যাত্রা করে তারা। সকাল ১০টার দিকে তাদের ট্রলারটি নিঝুমদ্বীপ এলাকার বঙ্গোপসাগরের দমারচরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৬ জেলে সাগরে পড়ে যায়। পরে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলারে ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে লুৎফুল্লাহিল মজিব নিশানের ট্রলারে ক্ষতিগ্রস্ত ট্রলারের ভিতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের লাশ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। আরও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছে।

—-ইউএনবি