অনলাইন ডেস্ক :
চন্দিকা হাতুরাসিংহের দ্বিতীয় দফা আগমনের পর বদলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। দলে এসেছে নবজাগরণ, মিরপুরের মাঠ থেকে বের হতে পেরেছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ হচ্ছে সিলেট আর চট্টগ্রামে। সিলেটে চলমান ওয়ানডে সিরিজে তো বাংলাদেশি ব্যাটাররা তো রীতিমতো রান উৎসবে মেতেছেন। দ্বিতীয় ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করা মুশফিকুর রহিমও খুশি এমন উইকেট পেয়ে। তার মতে, এখানে স্বাধীনভাবে খেলতে পারছেন ব্যাটাররা। নতুন কোচ চন্দিকা হাতুরাসিংহেকে পেয়ে দলের ক্রিকেটাররা যে খুশি সেটা ফুটে উঠল মুশফিকের কথায়। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডে শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে এই সিনিয়র ক্রিকেটার বলেন, ‘এখন পর্যন্ত দারুণ কাটছে। নতুন কোচ এসেছে, আমরা ভালোভাবে গড়ে উঠতে শুরু করেছি। আশা করি, আমরা এই ছন্দটা ধরে রাখতে পারব। সারা বছর যদি এটা ধরে রাখতে পারি, তাহলে আমরা বিশ্বকাপে ভালো দল হিসেবে যেতে পারব।’ নিজের বিধ্বংসী ব্যাটিং নিয়ে মুশফিকের বক্তব্য হলো, ‘এটা কন্ডিশনের ওপর নির্ভর করে। গত দুই সিরিজে আমরা এমন স্পোর্টিং উইকেটে খেলিনি। সেখানে স্পিনার ও পেসারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল। এখন উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। আমরা এখানে স্বাধীনতা নিয়ে খেলতে পারছি। দেখি, আমরা ব্যাটিং দল হিসেবে কতদূর যেতে পারি। যখন আপনি ওই স্ট্রাইক রেটে ব্যাট করবেন, আর অন্য প্রান্তে তরুণ একজন ব্যাটসম্যান থাকবে, এটা খুবই উপভোগ্য। আশা করি, আমি এটা ধরে রাখতে পারব।’ হাতুরা আসার পর ফের বাংলাদেশ ক্রিকেটে নতুন ক্রিকেটারদের ছড়াছড়ি দেখা যাচ্ছে। তারা পারফর্মও করছেন। সেই বিধ্বংসী ইনিংসের সঙ্গী তৌহিদ হৃদয়কে নিয়ে মুশফিক বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এটা আমাকে যথেষ্ট আত্মবিশ্বাস দেয়। হৃদয় ও শান্তরা দলে এসে রান করছে, এটা আমাকে প্রথম বল থেকে মেরে খেলার স্বাধীনতা দেয়। সেদিন শুরুর দিকে উইকেটে বোলারদের যথেষ্ট সাহায্য ছিল। আমাদের ওপেনার ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা খুবই ভালো খেলেছে, ম্যাচটা সেট করে দিয়েছে। আমি খুবই উপভোগ করেছি ওই সময়টা। কারণ, উইকেট ও কন্ডিশন ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। আমি শুধু আমার দক্ষতাটা কাজে লাগিয়েছি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা